দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের লোহার কদমা। গ্রামের এসসিএসটি মানুষদের দুষ্কৃতী এনে ভয় দেখাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। অভিযোগ তুলে জাতীয় এসটি কমিশনের চিঠি করার হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ এদিন সকাল থেকেই গ্রামে বোমা মারা হয়, গুলিও চালিয়েছে দুষ্কৃতীরা। এমন খবর পেতেই গ্রামের ছুটে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীরা। গ্রামবাসীদের অভিযোগ শনিবার গ্রামে ভোট করতে দেওয়া হয়নি। দেদার ছাপ্পা ভোট করানো হয় বুথে বুথে। যার প্রতিবাদ করেছিলেন কিছু গ্রামবাসী। এদিন সেই ঘটনার প্রতিবাদে বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে গ্রামবাসীদের ভীত সন্ত্রস্ত করে তোলা হয়। যদিও গ্রামে ঢোকার মুখে সুকান্ত মজুমদারকে বাধা দেয় রাজ্য পুলিশের কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি ওই গ্রামে পুলিশ ক্যাম বসানোর দাবি জানিয়েছে।