নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দুর্গো উৎসবের সূচনা হলো ফালাকাটায়। খুঁটি পূজার মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর সূচনা হলো ফালাকাটার মসলাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির। এদিন ওই পুজো কমিটির সম্পাদক শুভব্রত দে বলেন, প্রতিবছর আমরা দর্শনার্থীদের জন্য কিছু আলাদা করবার চেষ্টা করে থাকি। আমরা প্রতিবছর নতুন ভাবনা নিয়ে আমাদের এই পুজো মণ্ডপ গড়ে তুলি। দর্শনার্থীরা এবং আপামর ফালাকাটাবাসী চেয়ে থাকে আমাদের এই পুজোর মন্ডপের দিকে। এবছর দর্শনার্থীরা নতুন ভাবনার শিল্পকর্ম খুঁজে পাবে এই পুজো মন্ডপে বলে জানান তিনি।
খুঁটি পূজার মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর সূচনা হলো ফালাকাটার মসলাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটির।












Leave a Reply