মণিপুরের নারকীয় ঘটনার বিরুদ্ধে আজ বামপন্থী- খড়গপুর এবং খড়গপুর গণতান্ত্রিক মহিলা সমিতি পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করা হয়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গা দীর্ঘদিন ধরে চলছে। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে মনিপুরের চূঢড়াচন্দ্রপুরের মহিলাদের উপর পাশবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনা যা বিশ্বের কাছে ভারতের মাথা হেট করে দিয়েছে। পুলিশের হাত থাকে তিন মহিলাকে ছাড়িয়ে নিয়ে রাস্তার মধ্যে উলঙ্গ করে যৌণ নির্যাতন চালিয়ে ধর্ষণ করে উল্লাস করে চলছে উন্মত্ত বাহিনী। যার ভিডিও ৭৫দিন পর ভাইরাল হয়। গোটা দেশ আজ এই নোংরা ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। সবচেয়ে আশ্চর্য বিষয় রাজ্যের পুলিশ প্রশাসন এতদিন ধরে এই ঘটনা জানার পর কোনো ব্যবস্থা গ্ৰহন করেনি দোষীদের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হওয়ার পর প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী সকলেই গোটা দেশ এর বিরুদ্ধে নিন্দা করার পর গ্ৰেফতার করা হয় চারজনকে। কিন্তু অনেকেই আরো জড়িত।
মণিপুরের এই নারকীয় ঘটনার বিরুদ্ধে আজ আমরা বামপন্থী- খড়গপুর এবং খড়গপুর গণতান্ত্রিক মহিলা সমিতি পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করা হয়। মণিপুরে দেশের সংবিধান ভূলন্ঠিত হচ্ছে, দলিত আদিবাসীদের উপর লাগাতার আক্রমণ চলছে। এই ঘটনার প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে খড়গপুরের টাউন থানার সামনে আম্বেদকর পার্কে মণিপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিশ্চুপের প্রতিবাদ জানানো হয়। ৮০দিন ধরে যে হিংসার আগুন জ্বলছে তা অবিলম্বে বন্ধ করার জন্য বিজেপির ডাবল ইঞ্জিন সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। খড়গপুর গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে কমরেড কেয়া শীট, কম: শ্রিপা মন্ডল মণিপুরের ঘটনার নিন্দা জানিয় ধিক্কার মিছিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *