পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার জাতীয় মহিলা কমিশনের সৌজন্যে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শালবনি ব্লকের গড়মাল গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গড়মাল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরটি উদ্বোধন করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক দিব্যেন্দু নাথ। তিনি তাঁর ভাষণে বাল্য বিবাহের কুফল, মানব পাচারের বিভিন্ন দিক, ভিকটিম কম্পেন্সেসন ও কর্তৃপক্ষের বিভিন্ন কাজকর্ম বিষদে তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শালবনি থানার আই সি, আইনজীবী রিনা সিং, আইনজীবী অঙ্কুর কর্মকার, সিনিয়র আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, অভিজিৎ ঘোষ প্রমুখ।সভায় বক্তারা বিবাহ, ডিভোর্স, সম্পত্তি আইন, শ্রম আইন পারিবারিক সহিংসতা আইন ও পক্সো আইনের ব্যাখ্যা করেন। সভায় স্ব সহায়ক দল, আই সি দী এস কর্মী ও মৌপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শালবনির গড়মাল গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আইনি সচেতনতা শিবিরের আয়োজন।

Leave a Reply