শান্তিপুর কানলা রোডে পথের পাশে ছটি বিপদজনক গাছ কাটায় প্রশাসনিক অবহেলা, ডাল ভেঙে গুরুতর জখম এক শ্রমিক, পথ অবরোধ বিক্ষোভ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর নৃসিংহ পুর অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার পাশে ছটি বৃহৎ আকারের গাছের মৃত্যু ঘটে বছর খানেক আগে। শান্তিপুর কানলাঘাট রোডে প্রচুর পরিমাণে যাত্রী খেয়াপারাপার হয়ে একদিকে হুগলি অন্যদিকে বর্ধমান যাতায়াত করে থাকেন। ওই এলাকার ধানচাল ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র সেটি। স্কুল কলেজ থেকে শুরু করে মৃত্যু যাত্রীদের আনাগোনা সব সময়। অত্যন্ত বিপজ্জনক অবস্থা জানিয়ে ওই ছটি কাজ কাটানোর দাবিতে স্থানীয় পঞ্চায়েত, সমষ্টি উন্নয়ন অফিস, বনদপ্তর পি ডব্লিউ ডি সর্বত্র চিঠি করেছিলেন, এলাকার ধানচাল ব্যবসার সাথে যুক্ত শ্রমিক এবং ব্যবসায়ীরা। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই গাছগুলি কোন ব্যবস্থা করা হয়নি।
ওই ছটি শুকনো গাছের তলায় একদিকে যেমন ধান চালের দোকান অন্যদিকে একটি গাছের নিচে ধানচাল শ্রমিকদের বিশ্রামাগার। আজ সকালে কটা ঘোষ নামে এক শ্রমিকের মাথায় এটি মোটা ডাল ভেঙে পড়ে, তাৎক্ষণিকভাবে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। এরপর শ্রমিক ব্যবসায়ীরা বিভিন্ন যাত্রী পারাপারের জন্য যানচালক ইউনিয়ন এবং এলাকাবাসী তৎসহ সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত হয়ে ওই রাস্তা অবরোধ করে দীর্ঘ দু’ঘণ্টা ধরে। তাদের দাবি ছিল পঞ্চায়েতে বোর্ড গঠন না হলেও বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকরা উপস্থিত হয়ে অবিলম্বে গাছ কাটার আশ্বাস দিক। সরাসরি ভিডিও এইচডি ওর উপস্থিতি দাবি করেছিলেন তারা। যদিও শেষমেষ শান্তিপুর থানার প্রতিনিধিদের কথায় স্থানীয় ব্যবসায়িক নেতৃবৃন্দের আশ্বাসে উঠে যায় অবরোধ। তারা জানান, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই গাছ কাটা হচ্ছে। অন্যথায় তারা আবারও বৃহৎ আকার গণ আন্দোলন গড়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *