দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ বালুরঘাটের পাশেই অযোধ্যা কালিদাসী বিদ্যালয়ে ছাত্র -ছাত্রী দের জন্য বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের থ্যালাসেমিয়া ইউনিট ও স্বেচ্ছাসেবী সংস্থা পথের দিশার সহযোগিতায় থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। আজ মূলত: নবম ও দশম শ্রেণীর ছাত্র – ছাত্রী দেরকে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতার পাঠ দেওয়া হয়। উপস্থিত ছিলেন বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালের থ্যালাসেমিয়া ইউনিটের কাউন্সিলর ফিরদৌসী রহমান, প্রধান শিক্ষিকা নন্দিতা দাস প্রমুখ।
নবম শ্রেণীর শ্রেয়া দাস, বৃষ্টি মন্ডল, দশম শ্রেণীর পিউ কবিরাজ, সন্ধ্যা দেবনাথ, তনা সিংহ, সুজয় লোহাররা বলেন ‘ প্রথমে ভয় লাগছিল। এখন ভাল লাগছে। থ্যালাসেমিয়া বিষয়ে অনেক কিছু জানলাম। অন্য দেরও সচেতন করবো।’
ব্যবস্থাপক অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের উদ্যোক্তা শিক্ষক তুহিন শুভ্র মন্ডল বলেন ‘ আজ নবম ও দশম শ্রেণীর ৩৮ জন ছাত্র -ছাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা হয়। আগামীতে আমরা রক্তদান বিষয়ক সচেতনতা শিবিরও করবো। ‘
থ্যালাসেমিয়া পরীক্ষা ও সচেতনতা শিবির অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে।

Leave a Reply