নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – মাতৃদুগ্ধপান সপ্তাহ পালিত হল দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতে।এই গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিন হাজির হয়েছিলেন এই কর্মসূচি পালন করতে।এই অনুষ্ঠানে মায়েদের পাশাপাশি বাবাদের ডেকে কথা বলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।একটি শিশুর বিকাশে বাবাদের ভূমিকা জরুরি বলে বোঝানো হয়।মাতৃদুগ্ধ পানের উপকারিতা বোঝানো হয় মায়েদের।এক মাস থেকে দু’বছরের শিশুদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।যার নাম দেওয়া হয় হেলদি বেবি কম্পিটিশন।
মাতৃদুগ্ধপান সপ্তাহ পালিত হল দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতে।এ

Leave a Reply