পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পঞ্চায়েতের বোর্ড গঠনের CPI(M) ভরসা। পঞ্চায়েত ভোটে জয়ের পর তৃণমূল ও বিজেপি দুই দলের নেতৃত্বরা ছুটছে CPI(M) প্রার্থীর বাড়িতে। কারন পূর্ব মেদিনীপুর জেলার বৃন্দাবনচক গ্ৰাম পঞ্চায়েতের ১২ টি আসনে জয়লাভ করেছে তৃনমূল, ১২ টি আসনে জয়লাভ করেছে বিজেপি ও একটি আসন পেয়েছে CPI(M)। আর এই কারনে CPI(M) জয়ী প্রার্থীর হাতে রয়েছে বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত গড়ার মূল অস্ত্র। যদিও এই নিয়ে CPI(M) জয়ী প্রার্থী অনুপ মাইতি জানান -“আমি দলের নির্দেশে নিরপেক্ষ রয়েছি,কোন কাউকে সমর্থন করবো না। দুই দলেরই নেতারা আসছে আমার বাড়িতে তাদের দিকে যাওয়ার জন্য কিন্তু দলের নির্দেশে আমি নিরপেক্ষ রইলাম। যদিও বোড গঠনের দিকে তৃণমূল ও বিজেপি দুই দলই আশাবাদী। বিজেপি দাবি-“সিপিআই প্রার্থী এবং তৃণমূল বেশ কয়েক জন প্রার্থীরা যোগাযোগ রাখছে বিজেপির সাথে। কারণ দুর্নীতিমুক্ত অঞ্চল গড়ার লক্ষ্যে আমরা কাজে নেমেছি। আমরাই বোর্ড গঠন করব এবং ওরা আমাদের সমর্থন করবে স্বাভাবিক ভাবেই বোর্ড গঠন আমাদের হাতে। সেটা আগামী ৯ তারিখ আপনারা দেখতে পারেন।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল ব্লক সভাপতি অসীম মাঝি জানান-“আমাদের দলের কেউ ওদের দলে যাবে না বরং ওদের দলের মানুষ আমাদের দলে আসবে। কারন তৃণমূলের উন্নয়নে সেই কাজ করবে। আর তৃণমূলের বোর্ড গঠন করার জন্য কাউকে আমরা চাপ দেইনি। যারা মমতা বন্দ্যোপাধ্যায় কাজে সামিল হবেন সকলকেই স্বাগতম। আমরা বোড গঠনের ক্ষেত্রে কাউকেই মানসিক প্রেসার দেব না। উনি যদি মনে করেন বিজেপিকে সমর্থন করবেন তাহলে করতে পারেন। আর উনি যদি মনে করেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন তো করতে পারেন।
বৃন্দাবনচক গ্ৰাম পঞ্চায়েতের বোর্ড গঠনের CPI(M) ভরসা। পঞ্চায়েত ভোটে জয়ের পর তৃণমূল ও বিজেপি দুই দলের নেতৃত্বরা ছুটছে CPI(M) প্রার্থীর বাড়িতে।

Leave a Reply