পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতাঃ- ট্রেনের ধাক্কায় এক পূজারির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কদমডিহা এলাকায়,জানা গিয়েছে ওই পূজারীর নাম আশিস গাঙ্গুলী,বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর, বাড়ি সারগা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বেলা বারোটা নাগাদ ওই কদমডিহা এলাকার এক কালীমন্দিরে পূজো দেওয়ার জন্য জল নিয়ে রেল লাইন উপড় হয়ে আসার পথে ডাউন চেন্নাই এক্সপ্রেসে ট্রেনে ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়ে ওই পূজারী, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ এবং রেল পুলিশ উপস্থিত হয়েছে।
ট্রেনের ধাক্কায় এক পূজারির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য চন্দ্রকোনারোড শহর সংলগ্ন কদমডিহা।

Leave a Reply