দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রামীণ প্রাথমিক বিদ্যালয় গুলির ছাত্র-ছাত্রীদের মধ্যে পঠন-পাঠনের শ্রীবৃদ্ধি ঘটাতে পশ্চিমবঙ্গ সরকার একটি অভিনব উদ্যোগ নিয়েছে। পঠন মেলা নামে অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামীণ প্রাথমিক স্কুলগুলি ছাত্র-ছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। যেই মেলার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা শুধু নিজেদের পুঁথিগত বিদ্যা সকলের সামনে তুলে ধরছে তাই নয় এখানে নাচ-গান কবিতা আবৃতি যে যা পারে এই সমস্ত কিছুই তুলে ধরেছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের একত্র করে ছাত্র-ছাত্রীদের এই পঠন মেলার মাধ্যমে বুদ্ধাংক বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠান বলে জানা গেছে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তপন পূর্ব চক্র এলাকার নাইঘাটি প্রাথমিক বিদ্যালয় পঠনমেলা আয়োজিত হয়। যেখানে এই অঞ্চলের বিভিন্ন প্রাথমিক স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন পূর্ব চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় আশিস ঘটক সহ অন্যান্য বিশিষ্টজনরা। উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের তপন পূর্ব চক্র এলাকার নাইঘাটি প্রাথমিক বিদ্যালয় পঠনমেলা আয়োজিত হয়।

Leave a Reply