খয়রাশোল, সেখ ওলি মহম্মদঃ- স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে বীরভূম জেলার খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জির নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ এর যৌথ উদ্যোগে খয়রাশোল থানা এলাকার ভীমগড় থেকে পাঁচরা রেল স্টেশন পর্যন্ত রেল লাইনে তল্লাশি চালানো হয়। আর মাত্র একদিন পেরোলেই দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। আর এই দিনে কোনরকম নাশকতা এড়াতে ভীমগড় ও পাঁচড়া রেল স্টেশনে তল্লাশি চালায় খয়রাশোল থানার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা। এদিন এই তল্লাশি অভিযানে হাজির ছিলেন খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি।
স্বাধীনতা দিবসের আগে নাশকতা ঠেকাতে পুলিশের তল্লাশি।

Leave a Reply