নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন সময় জামদানি তাঁতের শাড়ির উপর ফুটিয়ে তুলেছিলেন কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী আবার কখনো প্রধানমন্ত্রী এছাড়াও রামায়ণ মহাভারত থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের ছবি। এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক তাঁতের শাড়ির উপরে ফুটিয়ে তুললেন ভারতের ম্যাপ। জানা যায় এই শাড়িটি তৈরি করতে দীর্ঘ ছয় মাস সময় লেগেছে। এই শাড়িটি তৈরি করা হয়েছে মুর্শিদাবাদের কোরা সিল্ক ও সুতো দিয়ে। বীরেন বাবু বলেন গত বছর স্বাধীনতা দিবসের পর থেকেই চিন্তা ভাবনা করেছিলেন যে ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শাড়ির উপর ফুটিয়ে তুলবেন ভারতের ম্যাপ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কাপড়ে উপরে ফুটিয়ে তুললেন ভারতের ম্যাপ ও মনীষীদের মূখবয়াব।

Leave a Reply