স্বাধীনতা দিবসের দিনেও রক্ত ঝরলো খড়গপুরে ! রাম বাবুর এক সময় ঘনিষ্ঠ কালা রাজেশ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো রামবাবুর আরেক ঘনিষ্ঠ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- স্বাধীনতা দিবসের দিনেও রক্ত ঝরলো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে ! রাম বাবুর এক সময় ঘনিষ্ঠ কালা রাজেশ ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালো রামবাবুর আরেক ঘনিষ্ঠ শিবা উপরে গুরুতর আহত অবস্থায় খড়্গপুরে ভর্তি। ঘটনা কি ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা খড়গপুর শহর এলাকায়, বিশেষ সূত্রে জানা গিয়েছে রামবাবুর ঘনিষ্ঠ থাকা কে শিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকাটার অভিযোগ উঠল স্থানীয় যুবক কালা রাজেশের বিরুদ্ধে । ইতিমধ্যেই তাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা। হয় খড়গপুর মহকুমা হাসপাতালে সেখানে কে. শিবার চিকিৎসা চলছে জানা গেছে দু মাস আগে তার বাড়িতে ডাকাতির মতন ঘটনা ঘটেছিল পুলিশ এই ঘটনায় স্থানীয় সুধীরকে গ্রেফতার করেছিল এরপর থেকে কে শিবাকে এবং তার পরিবারকে বারবার হুমকি আসছিল । আজকে ১৫ ই আগস্টের দিনে স্বাধীনতা দিবস পালন করছে লোক তখন ,তখন শিবা বাজারে গিয়েছিল তখনই জয় হিন্দ নগর স্থিত ভূতলা চক এলাকাতে কালা রাজেশ নামে আরেক রামবাবু ঘনিষ্ঠ কে শিবা উপরে ভালা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় ১৪ টি সেলাই হয়েছে কে শিবার গলায় তার স্ত্রী A আরুনা জানিয়েছেন সুধীর গ্রেপ্তার পর থেকে তার বাড়ি লোকেদের প্রায় হুমকি পেতে হতো যদিও সুধীরের বিরুদ্ধে তারা কোন লিখিত অভিযোগও জানায়নি। তাহলে কি ফের মাফেরা সক্রিয় হচ্ছে উঠছে প্রশ্ন । ঘটনার পরে মালঞ্চা থেকে গ্রেফতার করা হলো রাজেশ গুপ্তা, ওরফে কালা রাজেশকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *