কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ ব্লকের বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি এলাকায়। ওই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে স্থানীয়রা আহত ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে বলে জানান কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠছিল সুশান্তর বিরুদ্ধে। এনিয়ে এলাকায় অসন্তোষ ছড়াচ্ছিল। এদিন এ বিষয়ে আলোচনার জন্য অন্যদের সঙ্গে ওই তৃণমূল কর্মী সুশান্তর বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সে সময় ওই ব্যক্তি তৃণমূল কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন। স্থানীয় বাসিন্দারাই নারায়ণ মোদককে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে পাঠান। এরপর তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিন ওই ঘটনার খবর পেয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে যান মন্ত্রী উদয়ন গুহ। সেখানে গিয়ে তিনি বলেন,সোমবার বিজেপি ওই এলাকায় বাইক মিছিল করে এবং এলাকায় উস্কানি দেয়। যার ফলে এই হামলার ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি। বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে।
Leave a Reply