দ: দিনাজপুরে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা করলেন মন্ত্রী বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার থিম পুজো গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর ইউথ ক্লাবের দুর্গাপুজো। এই বছর ৫২ তম বর্ষে নতুনত্বের চমক নিয়ে হাজির গঙ্গারামপুর ইউথ ক্লাব। রবিবার, সকাল দশটায় খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার শুভ সূচনা হলো গঙ্গারামপুর ইউথ ক্লাবের। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এই দিন ক্লাবের পুজোর শুভ সূচনা করেন। ক্লাব কর্তৃপক্ষরা জানিয়েছেন প্রত্যেক বছরের মতোই অভিনব আকর্ষণীয় চমক থাকবে এবারের দুর্গা পুজোতেও। রবিবার সকাল থেকেই ঢাকের বাদ্দির তালে উৎসবমুখর হয়ে ওঠে ইয়ুথ ক্লাব প্রাঙ্গণ। আগমনীর বার্তাকে স্বাগত জানিয়ে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পূজার শুভ উদ্বোধন হতেই খুশি এলাকার মানুষজন। পুজো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকেরই উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ক্লাব সম্পাদক কৌশিক সরকার ও প্রদীপ সাহা বলেন” প্রত্যেক বছরই জেলার মধ্যে সেরা শিরোপা অর্জন করা আমাদেরই ইয়ুথ ক্লাব। আমরা যথেষ্টই আশাবাদী এ বছরও দুর্গাপুজোর দিনগুলিতে মানুষের ঢল নামবে।
ক্লাব সদস্য বিপ্লব সেন, তুশাণ কর্মকারদের কথায় “ইয়ুথ ক্লাবের বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করাই,পূজোর কয়দিন আমাদের বাড়তি দায়িত্ব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *