৮১ ঘন্টার মাথায় খুলে দেওয়া হচ্ছে মেদিনীপুরের অতি গুরুত্বপূর্ন মোহনপুর ব্রীজ। সকাল ৯টা থেকেই ব্রিজে শুরু হতে চলেছে যান চলাচল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ১৭ ই আগস্ট রাত্রি ১১ টা থেকে লোড টেস্টিংয়ের জন্য পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর কাঁসাই নদীর উপর বীরেন্দ্র সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল,জেলাশাসক খুরশিদ আলী কাদেরী এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, বীরেন্দ্র সেতু রিপেয়ারিংয়ের কাজ শেষের দিকে, লোড টেস্টিংয়ের জন্য ৯৬ ঘন্টা যান চলাচল স্থগিত থাকবে বীরেন্দ্র সেতুর ওপর দিয়ে। প্রশাসনিক ভাবে জানানো হয় আগামী ১৭ই আগস্ট রাত্রি ১১টা থেকে ২১ আগস্ট রাত্রি এগারোটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একাধিক রুট ডাইভার্ট করা হয়। পথচারীদের সুবিধার্থে আমতলা ঘাটে বাঁশের সাঁকোর পাশাপাশি আপদকালীন নৌকো পরিষেবা চালু করা হয় প্রশাসনিক উদ্যোগে। হঠাৎই রবিবার প্রশাসন সূত্রে জানা যায় একুশে আগস্ট সোমবার রাত্রি এগারোটার পরিবর্তে সকাল ন’টাতেই বীরেন্দ্র সেতু খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। অর্থাৎ ৯৬ ঘন্টার পরিবর্তে ৮১ ঘন্টার মাথায় খুলে দেওয়া হচ্ছে মোহনপুর ব্রীজ। এই বীরেন্দ্র সেতুর ওপর দিয়ে পুনরায় যান চলাচল করতে পারবে সোমবার সকাল ন’টা থেকেই।লোড টেস্টিং এর কাজ শেষ হয়েছে, তাই পথচারীদের সুবিধার্থে প্রশাসনের এই সিদ্ধান্ত। তবে ব্রিজের উপরের কাজ শেষ হয়ে থাকলেও ব্রিজের নিচে আপাতত কাজ চলতে থাকবে বলেই জানা গেছে। সোমবার সকাল ছটা থেকে বীরেন্দ্র সেতুর ওপর লোড টেস্টিংয়ের জন্য যে সকল জিনিসপত্র এবং হেভি ওয়েট ভেইকেল ছিল সেগুলো সরিয়ে ফেলার কাজ চলতে থাকে। এই চারদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের কঠোর পরিশ্রম এবং সাধারণ মানুষের সহযোগিতা ব্যাপক ভাবে চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *