নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিজয় মিছিলে মাতল বিজেপির কর্মী সমর্থকরা।মঙ্গলবার বিজেপির উদ্যোগে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের 13/141 নম্বর বুথে বিজয় মিছিলের আয়োজন করা হয়। ঢাকঢোল পিটিয়ে গেরুয়া আবির গায়ে মেখে উল্লাসে মেতে উঠেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য বারীন সাহা, বুথ সভাপতি মানিক পাল ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সদস্য জগদীশ বর্মন ,সাধারন সম্পাদক সুব্রত সাহা সহ অনেকেই।
বিজয় মিছিলে মাতল বিজেপির কর্মী সমর্থকরা।

Leave a Reply