ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দির অতীত পাড়ায় লেপার্ডের আক্রমণে আলাদা হয়ে গেলো এক বৃদ্ধার ধর ও মুন্ডু?

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নজির বিহীন ঘটনা ডুয়ার্সর জঙ্গল লাগোয়া এলাকায়। ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দির অতীত পাড়ায় লেপার্ডের আক্রমণে আলাদা হয়ে গেলো এক বৃদ্ধার ধর ও মুন্ডু? এমনটাই দাবি গ্রামবাসীদের। জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় কলতলায় যান আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর ফাঁড়ির অন্তর্গত অতিতপাড়ার বৃদ্ধা সরদিনী রায় (৬৯)। আচমকাই অন্ধকারের মধ্যে তাঁকে কোনো এক বন্য প্রাণি টেনে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের৷তার আর্ত চিৎকার শুনে, কিছুক্ষন পর গ্রামবাসীরা খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পৌছায় বন দফতরের কর্মীরাও।ওই এলাকাটি জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও জঙ্গল লাগোয়া। বনকর্মী ও স্থানীয়দের যৌথ তল্লাশিতে রাত ১১.৩০ নাগাদ ওই মহিলার মুন্ডহীন দেহ ঝোপের আড়াল থেকে উদ্ধার হয়। কিন্তু সারা রাত খুঁজেও মাথার সন্ধান মেলেনি। সোমবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাস্থল থেকে সামান্য দূরে তাতাসি নদীর ধারে জঙ্গলের মধ্যে ওই মহিলার ক্ষতবিক্ষত মাথা উদ্ধার হয়। তারপর থেকেই জোরালো হয় লেপার্ড মাথা খুবলে নেওয়ার তত্ত্ব। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক গ্রাস করেছে গোটা অতিতপাড়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *