জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-অনেক বাধার মধ্যে ও ভালো সাফল্য অর্জন করেছে সামির রহমান।71 তম অ্যাথিলিত রাজ্য মিটে জলপাইগড়ির হয়ে সামির রহমান U 20 বিভাগে পেল ব্রোঞ্জ । উত্তর বঙ্গ থেকে প্রথম ছেলে জে 400 m এর মেডেল আনল ।গত 4 বছর ধরে টানা পরিশ্রম এর সফলতা এখন ফুটে উঠেছে । গত বছর সম্পূর্ণ বাইরে প্র্যাক্টিস করে সামির, কিন্তু তার ইনজুরির কারণে সামির গত বছর রাজ্য মিট খেলতে পারেনি । এই বছর কিছু মাস বাইরে প্র্যাক্টিস এ যায় কিন্তু বাড়ির আর্থিক অবস্থা ভালো না বলে তাকে ফিরে আসতে হয়, তারপর তার বাড়ির পাশে মাঠে প্র্যাক্টিস শুরু করে সামির ।এই কঠোর পরিশ্রমের পরও তার সারা সময় দিতে সক্ষম হয়েছে 48.56 second।তার এই সাফল্যর জন্য জলপাইগুড়ির খেলা প্রেমিক রা দারুন ভাবে খুশী প্রকাশ করেছেন।তার বাড়ি কাদোবাড়ী হাঠ সংলগ্ন এলাকায়। আগামী তে তার ইচ্ছা আরও এগিয়ে যাবার। যদিও তার মা এই সাফল্যর জন্য দারুন ভাবে সহযোগিতা করছে বলে জানিয়েছেন সামির।
71 তম অ্যাথিলিত রাজ্য মিটে জলপাইগড়ির হয়ে সামির রহমান U 20 বিভাগে পেল ব্রোঞ্জ ।

Leave a Reply