পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জিও, এয়ারটেল আগ্রাসান নীতির বিরুদ্ধে বিশ্ব বাংলা কেবিল টিভি অপারেটর ইউনিয়নের তমলুক শাখার উদ্যোগে প্রায় ১০০রও বেশি কেবিল অপারেটর দের নিয়ে তমলুকের পার্বতীপুর এলাকায় এক বেসরকারি হল ঘরে আয়োজন করা হয় আলোচনা সভার। মূলত জিও এবং এয়ারটেল কোম্পানি সরকারি নির্দেশিকাকে অমান্য করে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অবৈধভাবে পারমিশন না থাকা সত্ত্বেও ওভার হেডে তার টানছে তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববাংলা কেবিল টিভির অপারেটর ইউনিয়নের সভাপতি শংকর মন্ডল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বিশ্ববাংলা কেবিল টিভির অপারেটর ইউনিয়নের সভাপতি শংকর মন্ডল জানান এই ব্যবসার উপরে প্রায় ১০ লক্ষ পরিবার জীবিকা নির্বাহ করে, ফলে এই ব্যবসা বন্ধ হলে এত মানুষ কর্মহীন হয়ে পড়বে তাই রাজ্যজুড়ে এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। আলোচনা সভার পর এদিন পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের কাছে ডেপুটেশনে জমা করেন সংগঠনের সদস্যরা।
বিশ্ব বাংলা কেবিল টিভি অপারেটর ইউনিয়ন তমলুক শাখার উদ্যোগে আয়োজন করা হলো এক ব্যবসায়িক আলোচনা সভার।

Leave a Reply