ইসরোতে বিজ্ঞানী হিসেবে ছেলে কাজ করায় গর্বিত দেবজ্যোতির বাবা, পরিবারের লোকেদের বিশেষ সংবর্ধনা জানালো ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার।

নিজস্ব সংবাদদাতা, মালদা:–-ইতিমধ্যে সাফল্য পেয়েছে চন্দ্রযান-৩ এর অভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতীয় এই চন্দ্রযান। ইতিমধ্যে খুশির হাওয়া গোটা দেশজুড়ে। এই চন্দ্রযান সাফল্যের পিছনে রয়েছে মালদহের বিজ্ঞানীর অংশীদার রয়েছে। তিনিও বর্তমানে ইসরোতে একজন মহাকাশ বিজ্ঞানী হিসাবে কাজ করছেন। মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা দেবজ্যোতি চক্রবর্তী। বর্তমানে তিনি সেখানে রয়েছেন কর্মসূত্রে। চন্দ্রযান সাফল্যের পিছনে তার অংশীদার থাকায় তার পরিবারের লোকেদের বিশেষ সংবর্ধনা জানালো ইংরেজবাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। বুধবার সন্ধ্যা নাগাদ তিনি দেবজ্যোতি চক্রবর্তী পরিবারের সঙ্গে দেখা করেন। বাবা মাকে সংবর্ধনাও জানানোর পাশাপাশি দেবজ্যোতির সাফল্যের বিভিন্ন কথা শোনেন। আগামীতে সে যেন আরো ভালো কাজ করতে পারে সেই আশায় রাখেন স্থানীয় কাউন্সিলর। ইসরোতে বিজ্ঞানী হিসেবে ছেলে কাজ করায় গর্বিত দেবজ্যোতির বাবা। চন্দ্রযান সাফল্য হওয়ায় তিনিও খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *