দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পিতৃ পরিচয় চেয়ে বাড়ির সামনে ধরনায় বসলো এক যুবতী। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বংশীহারী ব্লকের ডিটলহাট খেজুরকুড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে বছর ১৮ এর শারবিন আক্তার পিতা মাতার সাংসারিক ঝামেলার কারণে ১৬ ধরে মায়ের সাথে গাজলে মামার বাড়িতে থাকতেন।
বৃহস্পতিবার পিতৃ পরিচয় হয়েছে পিতা শাহজাহান আলীর বাড়ির সামনে ধরনায় বসে যুবতী। যদিও ঠাকুমা ঠাকুরদা সহ বাড়ির লোকজন এইদিন তাকে পিতৃপরিচয় দিয়ে বাড়িতে ঢুকতে বাধা দেয়। অভিযোগ শারীরিক হেনস্থাও করা হয় তাকে।
জানা গেছে শাকিলা বেগম ও শাহজাহান আলীর ১৬ বছর আগে পারিবারিক অশান্তির জন্য ছয় মাসের কন্যা সন্তানকে নিয়ে গাজলে ভাইয়ের বাড়িতে চলে যান।
যদিও কন্যা সন্তান একটু বড় হতেই পিতৃপরিচয় চেয়ে বারবার শাহজাহান আলীর সাথে যোগাযোগ করলেও, কন্যা সন্তানকে অস্বীকার করেন পিতা।
বৃহস্পতিবার বছর ১৮র কন্যা শারবিন আক্তার খেজুরকুড়ি গ্রামে পিতার বাড়িতে আসলেই ঝামেলার সূত্রপাত।
মেয়ে বাড়ির সামনে ধর্নায় বসলেও, সকাল থেকেই পিতা শাহজাহান আলী পলাতক।
নাছোড়বান্দা কন্যার দাবি অবিলম্বে পিতৃ পরিচয় দিয়ে বাড়িতে তুলে নিতে হবে তাকে। অন্যথায় আইনের রাস্তায় যেতে হবে এমনটাই জানান কন্যা সার্বিন আক্তার।
বাইট, সারবিন আক্তার (কন্যা)
Leave a Reply