পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার মান্দারমনি কোস্টাল থানার অধীন চাঁদপুর এলাকায় সমুদ্রের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হল। ঘটনাকে ঘিরে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে স্থানীয় মানুষ যারা বোতল কুড়াতে এসে সমুদ্রের ধারে পাথরের উপরে এই অর্ধনগ্ন মৃত দেহটি দেখতে পান। পরে স্থানীয়রা দীঘা মান্দারমনি কোস্টাল থানারকে খবর দিলে পুলিশ এসে মৃত দেহটি উদ্ধার করে। তবে স্থানীয় মানুষরা জানিয়েছেন এই মৃত দেহটি এখানকার নয় কেউ তাকে বাইরে থেকে এনে ধর্ষণ করে খুন করেছে বলে মনে করছেন স্থানীয়রা। যদি বা পুলিশের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ধরনের ঘটনা ঘটায় রীতি মতো আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষের মনে সি মেরিন ড্রাইভ এলাকায় রাস্তা শুনশান থাকার কারণে এবং সেই সঙ্গে রাস্তার পাশে কোন স্ট্রিট লাইট না থাকার কারণে পর্যটকের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দুষ্কৃতীদের আনাগোনা বাড়ছে
তাই স্থানীয় মানুষের দাবি অবিলম্বে এইসি ডাইক এলাকায় ও মেরিন ড্রাইভ এলাকায় অবিলম্বে স্ট্রীট লাইট এবং পুলিশের নজর দারি বাড়ানো হোক।
সমুদ্রের পার থেকে এক অজ্ঞাত যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চাঁদপুর এলাকায়।

Leave a Reply