পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ মেদিনীপুর শহরের কুইকোটা সংকরী বিদ্যায়তন হাই স্কুলের ভেতর থেকে হঠাৎ করেই ভেসে আসে বাচ্চার কান্নার আওয়াজ। বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকেরা খবর দেয় স্কুল কর্তৃপক্ষকে, একই সাথে খবর দেওয়া হয় দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিতালী ব্যানার্জিকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও স্কুলের ভেতর কোন বাচ্চার উপস্থিতি নজরে আসেনি প্রশাসনিক কর্তা ও এলাকাবাসীদের। ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায় এলাকাবাসী ও পুলিশের কর্মীরা।
স্কুলের ভেতর থেকে ভেসে এলো রহস্যজনক কান্নার আওয়াজ! চাঞ্চল্য মেদিনীপুরে।












Leave a Reply