বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে বসার জেরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে বসার জেরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে। অভিযোগ এদিন আর পাঁচটা দিনের মত স্বাভাবিক ক্লাস চলছিল কলেজ প্রাঙ্গনে। সেই সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কয়েকজন সদস্য নিজেদের দলীয় স্লোগান দিতে দিতে ক্লাস রুমে প্রবেশ করে। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের উপস্থিত কয়েকজন সদস্য সদস্যা এর প্রতিবাদ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে যা হাতাহাতিতে গিয়ে দাড়ায়। এই পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে বচসার জেরে এক কলেজ পড়ুয়া জখম হলে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। এই প্রসঙ্গে বিজেপির কলেজ ছাত্র সংগঠন এভিবিপি-র সভাপতি বিথী নাথ জানান, গত শনিবার কলেজে ক্লাস চলাকালীন টিএমসির কয়েকজন সমর্থক ক্লাসে ঢুকে এভিবিপির এক সমর্থকের ওপর চড়াও হয়ে তার মোবাইল ফোন কেড়ে নেয়। পাশাপাশি এভিবিপির সমর্থকদের জোরপূর্বক টিএমসিপি-র মিটিং মিছিলে যাওয়ার অংশগ্রহণ করার জন্য জোর জুলুম করতে থাকে। মূলত তারই প্রতিবাদে কলেজ প্রিন্সিপালের কাছে লিখিত আকারে একটি অভিযোগপত্র জমা দিতে যাচ্ছিলেন এভিবিপির সমর্থকেরা। অভিযোগ সেই সময় টিএমসিপি-র সমর্থকেরা তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। যদিও এভিভিপির দাবি কার্যত নস্যাৎ করে দিয়ে নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চ্যাটার্জী জানান, সারা বছর কলেজে ভর্তির প্রক্রিয়া থেকে শুরু করে কলেজ ত্যাগ করা পর্যন্ত সব ছাত্র-ছাত্রীদের স্বার্থে তাদের পাশে থেকে কাজ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। সেখানে কলেজ পড়ুয়াদের সমর্থন না পেয়ে এভিবিপি সহ অন্যান্য বিরোধী ছাত্র সংগঠন গুলি নিজেদের অস্তিত্বহীনতায় ভুগছে। আগামী দিনে কলেজে ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত সেই কারণে এই দিন ছাত্র-ছাত্রীদের কাছে নিজেদের বিরোধী ছাত্র সংগঠনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কলেজে ক্লাস চলাকালীন দলীয় স্লোগান দিতে এভিবিপির কয়েকজন সমর্থক ক্লাসে প্রবেশ করে। সেই সময় তাদের এই অনৈতিক কাজে বাধা দেয় উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদে কয়েকজন সদস্য সদস্যা। অভিযোগ, সেই সময় এভিবিপিরর সমর্থকরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সদস্যদের ওপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক কয়েকজন ছাত্রীর সাথে অশালীন ব্যবহার করার অভিযোগ ওঠে এভিবিপির সমর্থকদের বিরুদ্ধে। তবে এই ঘটনার সাথে তৃণমূল ছাত্র পরিষদের কোন সদস্য সদস্যা জড়িত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *