স্কুলে পরে গিয়ে মাথা ফেটে আক্রান্ত দ্বিতীয় শ্রেনীর পড়ুয়া।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-স্কুলে পরে গিয়ে মাথা ফেটে আক্রান্ত দ্বিতীয় শ্রেনীর পড়ুয়া। দূর্ঘটনার পর পড়ুয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হল না কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অবিভাবকরা। বালুরঘাটে একটি সরকারি প্রাথমিক স্কুল কর্তৃপক্ষর বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলে সরব তারা। এনিয়ে বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে ওই খুদের পরিবার। স্কুল কর্তৃপক্ষর ভূমিকা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ক্ষোভ প্রকাশ করছেন ওই পড়ুয়ার আত্মীয় পরিজনরা।
জানা গিয়েছে, বালুরঘাট শহরের চকভবানীর বাসিন্দা ওই পড়ুয়া। সে শহরের একটি নামকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীতে পঠরত। এদিন স্কুল শুরুর আগেই ওই পড়ুয়া মাথায় চোট পায়।’ রক্তাক্ত অবস্থায় তাকে দেখে স্কুলে শোরগোল পরে যায়। খবর পেয়ে অবিভাবকরা স্কুলে গিয়ে ছাত্রটিকে নিয়ে বালুরঘাট হাসপাতালে যান। সেখানে তার মাথায় একটি সেলাই পরেছে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দেন তার পরিজনরা। ঘটনার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল নিয়ে গেলনা কেন তা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে।
Maa priyanka mohanto
Amit saha head master

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *