একাধিক দাবি নিয়ে পৌরসভার সামনে মশারি টাঙিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির।

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ পৌরসভা, গোটা শান্তিপুরের রাস্তার অবস্থা বেহাল। গায়ের জোরে ভেঙে দেওয়া হচ্ছে দোকান, এই ধরনের একাধিক দাবি নিয়ে পৌরসভার সামনে মশারি টাঙিয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির। এদিন শান্তিপুর পৌরসভার সামনে প্রায় কয়েক ঘন্টা অবস্থান বিক্ষোভ করে শান্তিপুরের বিজেপি নেতৃত্ব। এই অবস্থান-বিক্ষোভে প্লাকাড হাতে নিয়ে প্রতিবাদে সরব হয় বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বদের দাবি, রাস্তা খুঁড়ে শান্তিপুরের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে পানীয় জলের লাইন দিয়েছে পৌরসভা, কিন্তু সেই রাস্তাগুলির অবস্থা এখন বেহাল, মানুষ চলাচল করতে পারছে না। জরুরী ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে শান্তিপুরবাসীকে। পাশাপাশি একাধিক দুর্নীতিতে ভরে গেছে শান্তিপুর পৌরসভা, নেই উন্নয়ন। অন্যদিকে গোটা শান্তিপুরের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, সেখানেও হেলদোল নেই পৌরসভার। কয়েকদিন আগে জোরপূর্বক একটি দোকান বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়, যার উপরে নির্ভর কোরে কোনরকম চলত একটি পরিবারের। যেখানে গোটা শান্তিপুরে ফুটপাত দখল করে অনেকেই দোকান করেছেন, কিন্তু তাদের বেলায় কোন পদক্ষেপ নাইনি পৌরসভা, আমরা এর তীব্র ধিক্কার জানাই। আগামী এক মাসের মধ্যে শান্তিপুরের প্রত্যেকটি রাস্তার অবস্থা যদি ঠিক না হয় তাহলে আমরা আরো বৃহত্তর প্রতিবাদে নামবো। যদিও বিজেপির তোলা অভিযোগ নস্যাৎ করে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, বিরোধীরা অভিযোগ করতেই পারে। সবার আগে সত্যতা যাচাই করতে হবে। তারা যে অভিযোগগুলি তুলছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। শান্তিপুর পৌরসভা শান্তিপুরবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করে আর যে দোকান ভাঙ্গার অভিযোগ তুলছে বিজেপি তা আদালতের নির্দেশেই ভাঙ্গা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *