পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলা ভাদ্র মাসের অঘোর চতুর্দশী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর ধলহারা অঞ্চলের বটেশ্বর শিব মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড়,বুধবার সকাল থেকে কার্যত জল ঢালতে লক্ষ্য করা গিয়েছে বহু ভক্তদের,জানা গিয়েছে বহু প্রাচীন কাল থেকে বাংলা ভাদ্র মাসের অঘোর চতুর্দশী উপলক্ষে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে বহু ভক্তরা জল ঢালতে উপস্থিত হয় বটেশ্বর শিব মন্দিরে,কয়েক কিলোমিটার দূর থেকে জল নিয়ে বটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে দেখা যায় ভক্তদের,তবে বহুদূরান্ত থেকে আগত ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় সব সময় তৎপর রয়েছে মন্দির কমিটির সদস্যরা,অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে টহলদারিতে রয়েছে পুলিশ প্রশাসন।
বাংলা মাসের অঘোর চতুর্দশী উপলক্ষে বটেশ্বর শিব মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড়।

Leave a Reply