নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দীর্ঘ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলো পাকিস্তানের সেনাবাহিনী।
যদিও ভারতীয় বাহিনী এ যুদ্ধে সম্পৃক্ত হয়েছিলো একেবারে শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। তৎকালীন পূর্ব পাকিস্তানে এসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে ভারতীয়দের লক্ষ্য ছিলো পূর্ব পাকিস্তানকে মুক্ত হতে সহায়তা করা।
এখানে দুটি দিকই আছে । কারণ আরও দুটি ফ্রন্টে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ চলছিলো। পূর্ব পাকিস্তানেও পশ্চিম পাকিস্তানের দখলদারিত্ব থেকে মুক্ত করতে যুদ্ধ করা ছিলো ওই যুদ্ধেরই একটি অংশ। তাই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিয়েছিলো ভারতীয় বাহিনী”। সেই যুদ্ধে পরাজয় হয় পাকিস্তান। সেই যুদ্ধে ট্যাংক বালুরঘাট শহরে প্রবেশের মুখে রঘুনাথপুড়ে সেই ট্রাংক কে স্মৃতি করে স্থাপিত করা হয়।রঘুনাথপুর বা ট্রাংক মর হিসেবে পরিচিত ওই মর। তবে ইদানিং সেই ট্যাংক কে আর দেখা যায় না তার সামনে রীতিমত নানা দলীয় পোস্টার ও নানা সংস্থার রক্ত দান শিবিরের পোস্টারে মুরে ফেলে হয়েছে সারা ট্রাংকের সামনে। এ নিয়ে রীতিমত এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে শহরবাসির কাছে।
রীতিমত নানা দলীয় পোস্টার ও নানা সংস্থার রক্ত দান শিবিরের পোস্টারে ছেয়ে গিয়েছে ঐতিহাসিক ট্রাংক মোড়।

Leave a Reply