পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্য সরকার পর্যাপ্ত জমি দিতে না পারায় রেলের বিভিন্ন প্রকল্প বাংলায় থমকে রয়েছে। ৬০-৬৫ টি প্রকল্প রয়েছে যেগুলি জমির জন্য আটকে আছে। শুধুমাত্র রেল প্রকল্পতেই নয় এমনকি জাতীয় সড়ক তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকার জমি দিতে না পারায় টাকা বরাদ্দ হয়েও কাজ শুরু হয়নি। এই সব প্রকল্প চালু করতে রাজ্য ও কেন্দ্রের সমন্বয় প্রয়োজন। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বললেই কাজ অনেকটাই এগোবে বলে আশাবাদী দিলীপ ঘোষ।
ইডি সিবিআই যাতে দোষীদের সাজা দিতে না পারে এবং তদন্তে বাধা দিতে রাজ্য সরকার একাধিক সংস্থাকে কাজে লাগাচ্ছে, কখনো আবার মামলাও করে দেওয়া হচ্ছে। রাজ্যবাসী চাইছে দোষীরা শাস্তি পাক, তদন্তে গতি আনা দরকার বলে দাবি দিলীপ ঘোষের।
লিপস্ অ্যান্ড বাউন্সের কেসে টলিউড যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা উচিত। দুর্নীতির টাকা কতদূর পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখতে বিভিন্ন সংস্থাকে তলব করা উচিত।
ঝলদা পৌরসভার পুরপ্রধান পূর্ণিমা কান্দি ইস্তফা দেওয়ার ঘটনায় রাজ্যের শাসক শিবিরকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।












Leave a Reply