পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মন্ত্রিসভার মন্ত্রী,বিধায়কদের বেতন বাড়লেও এখনো পর্যন্ত সেই পুরাতন বেতনে চাকরি করছেন আশা কর্মীরা। স্বাস্থ্য পরিকাঠামো সচল রাখতে যারা প্রাণের ঝুঁকি নিয়ে ডোর-টু-ডোর ভিসিট করেন, মাসের শেষে তাদের মাত্র ৪৫০০ টাকা প্রদান করা হয়। তাও আবার সরকারি কর্মীদের মর্যাদাও দেওয়া হয়নি স্বাস্থ্য কর্মীদের। দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক কর্মী হিসেবেই কাজ করছেন তারা। তাই মাসের শেষে বেতন না দিয়ে আশা কর্মীদের ভাতা প্রদান করে সরকার। তবে প্রাণের ঝুঁকি নিয়ে এই বিশাল পরিশ্রম করতে নারাজ আশা কর্মীরা। তাই নিজেদের সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি, সরকারি কর্মীদের সমতুল্য ছুটির দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার এই সমস্ত দাবি নিয়ে পথে নেমেছিলেন আশা কর্মীরা। একাধিকবার একাধিক সরকারি দপ্তরে ডেপুটেশন জমা দিয়েও কোনো রকম সূরাহা মেলেনি। তবে নিজেদের দাবিকে সামনে রেখে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি আগামী দিনেও চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন, এমনকি অনশনের মাধ্যমে নিজেদের আন্দোলন চালাবেন বলে দাবি আশা কর্মীদের। আগামী 6 অক্টোবর কলকাতায় বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের সদস্যরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে নিজেদের দাবি সংক্রান্ত বিষয়ে একটি ডেপুটেশনও জমা করেন আশা কর্মীরা।
বেতন বৃদ্ধির দাবি নিয়েজেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা।












Leave a Reply