নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া গত ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার চাকদহ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে যশড়া মাঠে বিজেপির জনসভা অনুষ্ঠিত হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেক নেতৃত্ব জন সভায় ভাষন দিয়ে ছিলেন।ঐ একি জায়গায় তৃণমূলের পাল্টা জনসভার ডাক দিয়েছেন শুভঙ্কর সিংহ।১৭ই সেপ্টেম্বর রবিবার বিকাল চারটের সময়।অগুনিত মানুষ এই জনসভায় যোগ দেয়। পার্থ ভৌমিক সহ নদিয়ার একাধিক নেতা নেত্রী উপস্থিত ছিলেন এই জনসভায়।
চাকদহ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে যশড়া মাঠে তৃণমূলের পাল্টা জনসভা।












Leave a Reply