পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ডাকাতির ছক বানচাল করে ডাকাতির উদ্যেশ্য জড়ো হওয়ায় গ্রেফতার ৩ দুষ্কৃতী,ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকায়,জানা গিয়েছে নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত আসদাতে পেট্রোল পাম্পের কাছে সোমবার ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ায় তিনজনকে গ্রেফতার করলো বেলদা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম কার্তিক নায়েক, রাজু নায়েক এবং বিজু নায়েক।ধৃতদের বাড়ি বেলদা থানার অন্তর্গত রাধানগর এলাকায় রবিবার আদালতে পেশ করা হয় অভিযুক্তদের।
ডাকাতির ছক বানচাল করে বেলদায় ডাকাতির উদ্যেশ্য জড়ো হওয়ায় গ্রেফতার ৩।












Leave a Reply