দুয়ারে সরকার , আবেদন জমা পড়লো ৩ লক্ষ ৭৩ হাজার।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা দুয়ারে সরকার শিবিরে ৩ লক্ষ ৭৩ হাজার ৭৯৪ জনের আবেদন জমা পড়েছে। ১ লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম এবার নথিভুক্ত হয়েছে। জেলা শাসক খুরশেদ আলি কাদেরী জানান , সপ্তম দুয়ারে সরকার শিবিরে খুব ভালো সাড়া পাওয়া গেছে। লক্ষ্মীর ভান্ডার , ঐক্যশ্রী , কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনেকেই নতুন করে আবেদন করেছেন। এর পাশাপাশি আধার সংযোগ এর কাজ হয়েছে।
পাশাপাশি মেদিনীপুর শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুজনের । চিকিৎসা চলছে শতাধিক মানুষের। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গি বিভাগে ভর্তি আছেন ৩৫ জন। ৫৫ টি শয্যা রয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গি জানান , জেলায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ৮৩৯ জন। জেলা শাসক খুরশেদ আলি কাদেরী এ বিষয়ে পুরসভাকে জমা জল নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়ার পরই সোমবার পুরপ্রধান সৌমেন খান মেদিনীপুর শহরের ১৮ টি পুকুর ও ডোবার মালিককে নোটিশ পাঠিয়ে জানিয়েছেন অবিলম্বে তাঁরা জলাশয় পরিস্কার পরিচ্ছন্ন না করলে পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *