নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সোমবার গভীর রাতে নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের গবারচর গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের বাড়ীতে বোমাবাজি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। বোমের আঘাতে আহত এক বৃদ্ধাসহ একটি ১১ বছরের বাচ্চা। অভিযোগ, বেলঘড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের গবারচর গ্রামের বিজেপির জয়ী প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়ির সামনে সোমবার গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা একটি বোমা মারে। বোমার আঘাতে আহত হন বিজেপির ওই পঞ্চায়েত সদস্যের মা সহ তার ১১ বছরের ভাগ্নে। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। নির্বাচনে জয়লাভের পর থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিনিয়ত হুমকি শ্মশানে এবং বোমাবাজির ঘটনা ঘটিয়ে চলেছে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।
শান্তিপুর ব্লকের বেলগড়িয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের গবারচর গ্রামে বিজেপির পঞ্চায়েত সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের বাড়ীতে বোমাবাজি।












Leave a Reply