নিজস্ব সংবাদদাতা, মালদা:—-বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও সচেতনতা শিবির”জহরাতলা হাই স্কুলের উদ্যোগে, মালদা সহযোগিতা সমিতি ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়,বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে ভয়াবহ থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা ও বাহক নির্ণয়ক শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে ১৬৪ জন ছাত্র-ছাত্রী রক্তের নমুনা সংগ্রহ করেন মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসেমিয়া ইউনিট। শিবিরে বক্তব্য রাখেন জহরাতলা হাই স্কুলের প্রধান শিক্ষক ড. অনুপম ঝাঁ, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ থ্যালাসিমিয়া ইউনিটের কাউন্সিলার অপরাজিতা সরকার, মালদা সহযোগিতা সমিতির সম্পাদক বিশ্বজিৎ বোস, শিক্ষক বিশ্বময় পাল প্রমূখ। বিবাহের পূর্বে রাশি বা কোষ্টি বিচার নয় আগে করুন রক্ত বিচার।
বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক ও সচেতনতা শিবির জহরাতলা হাই স্কুলের উদ্যোগে।

Leave a Reply