নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি গত ১০ই অগাস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয় নদীয়ার বগুলার এক ছাত্রের। এরপরেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। ১১ তারিখে শান্তিপুর মহাশ্মশানে মৃত ছাত্রের শেষকৃত্য সম্পন্ন হয়। শুক্রবার শান্তিপুর পৌরসভায় ছেলের দাহ শংসাপত্র নিতে পৌঁছায় মৃত ছাত্রের বাবা, এরপর আন্তরিক ও দ্রুততার সহিত কাজ করে মৃত ছাত্রের বাবার হাতে শংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি এই ঘটনার দুঃখ প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানান পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত ছাত্রের বাবা পুত্রের দাহ শংসাপত্র গ্রহণ করলেন পৌরসভা থেকে।

Leave a Reply