দক্ষিন দিনাজপুর জেলার তপন গ্রামীন হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবা সরব হলো তপনের ক্ষুদ্ধ বাসিন্দারা।

তপন-দক্ষিণ দিনাজপুর : – তপন বাসিদের অভিযোগ জেলার মধ্যে সব চেয়ে বড় ব্লক এই তপন ব্লক। যেখানে কয়েক লক্ষ লোকের বাস। সেই সব বাসিন্দাদের চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরশীল এই তপন গ্রামীন হাসপাতালের উপর।সেই গ্রামীন হাসপাতালে না আছে সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। না আছে পর্যাপ্ত পরিমানে নার্সি স্ট্যাফ। যার ফলে অসুস্ত হয়ে রোগী ভর্তি হলেও সঠিক চিকিৎসা পায় না।এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হামেশাই রোগীকে জেলা হাসপাতাল বা অন্যত্র রেফার করে দেওয়া যেন এই হাসপাতালের একটা রেওয়াজ হয়ে দাড়িয়েছে। ক্ষুদ্ধ বাসিন্দাদের আরো অভিযোগ এতবড় ব্লকের মানুষজন এই একমাত্র গ্রামীন হাসপাতালের উপর নির্ভরশীল হলেও কি বাম আমলে কি তৃনমুলের আমলে হাসপাতালের পরিকাঠামোগত ও চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কোন হাল ফেরে না। এমন কি সাপে কাটা কোন রুগি ভর্তি হলে মেলেনা কোন সঠিক চিকিৎসা পরিষেবা।ফলে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় অনেক কে।

ক্ষুদ্ধ বাসিন্দাদের আরো অভিযোগ হাসপাতালের গায়ে শুধু নীল সাদা রঙ লেগেছে কিন্তু হাসপাতালে আসা রোগীর বা রোগীর আত্মীয় পরিজনদের না আছে কোন বিশ্রাম কক্ষ আর না আছে শৌচাগার। যার ফলে রোদ ঝড় জলে তাদের একমাত্র আশ্রয় গাছতলা।টয়লেট না থাকায় হাসপাতালের যত্রতত্র মলমুত্র ছড়িয়ে থাকায় পরিবেশ দুষন হয়ে পড়ে।

ক্ষুদ্ধ বাসিন্দাদের আরো অভিযোগ তারা এই নিয়ে বার বার অভিযোগ জানালেও হেল দোল নেই হাসপাতালn কর্তিপক্ষের।এই নিয়ে ক্ষোউভ দেখা দিয়েছে তপন জুড়ে।

যদিও তপন গ্রামীন হাসপাতাল কর্তিপক্ষ অভিযোগ মানতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *