পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে ক্লাস কক্ষে নিয়ে গিয়ে নগ্ন করে ভিডিও তোলার অভিযোগ উঠল তুলেটি দশম শ্রেণীর বেশ কিছু ছাত্রের, ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে যায় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের কলাবেড়িয়া প্রসন্নকুমার হাইস্কুলে, ক্যারিয়ারের কথা ভেবে ওই দ্বাদশ শ্রেণির ছাত্রদের ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি আগামী দিনে এই ধরনের যাতে না ঘটনা ঘটে তার কড়া বার্তা দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে, শনিবার দ্বাদশ শ্রেণীর পাঁচ ছাত্র ও তাদের অভিভাবকদের নিয়ে বৈঠক ছিল স্কুলে। স্কুল কর্তৃপক্ষ ছাড়াও পঞ্চম শ্রেণীর দুই ছাত্রের অভিভাবক, ভগবানপুর এক ব্লক কর্তৃপক্ষ, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সহ বিদ্যালয়ের শুভা কাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সভায় অভিযুক্তার ছাত্র তাদের অপরাধের কথা স্বীকার করে নেয়। পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে দ্বাদশ শ্রেণীর ওই পাঁচ ছাত্র তাদের শ্রেণীকক্ষে নিয়ে এসে নগ্ন করিয়ে, জোর করে মোবাইলে ভিডিও ছবি তোলার কথা মিটিংয়ে স্বীকার করে নেয় তারা। এরপর, শিক্ষক ও অভিভাবকদের কেউ চেয়েছেন স্কুল থেকে বের করে দেওয়া হোক ওই পাঁচ ছাত্রকে। কেউ চেয়েছেন অন্তত তিন মাসের জন্য ক্লাস সাসপেন্ড করা হোক। কেউ বলেছেন, এমন ঘটনার জন্য প্রধান শিক্ষক দায়ী। উনি মাসে পাঁচ দিন স্কুলে আসেন। শেষ পর্যন্ত গরীব পরিবারের প্রান্তিক ওই ছেলেদের ক্যারিয়ারের কথা ভেবে পঞ্চম শ্রেণীর ছাত্রের অভিভাবক, স্কুলের শিক্ষক মশাই ও সভায় উপস্থিত অভিভাবকরা তাদের মাফ করে দেন। অভিযুক্ত ছাত্ররা মুচলেখা দেয়, ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। ভবিষ্যতে কোন ছাত্রের সাথে এমন কোন ঘটনা ঘটবে না বলেও তারা অঙ্গীকারবদ্ধ হন।
পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে ক্লাস কক্ষে প্রবেশ করিয়ে নগ্ন করিয়ে ভিডিও তোলার অভিযোগ ওঠে দশম শ্রেণীর ৫ ছাত্রের বিরুদ্ধে, শোরগোল ভগবানপুরের কলাবেড়িয়া প্রসন্নকুমার হাইস্কুলে।

Leave a Reply