নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাপড়ায় আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার বিপুল পরিমাণে কার্তুজ। সূত্রের খবর গতকাল গভীর রাতে চাপড়া থানার মহৎপুর গ্রাম পঞ্চায়েতের পুখুরিয়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার দুটি পিস্তল ও ২০ রাউন্ড গুলি। এছাড়াও একটি মোটরসাইকেল সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। জানা যায়, ধৃতদের নাম সেলিম খান,আপেল মল্লিক(আফরাউল) পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পুখুরিয়া এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে জরো হয়েছিল ওই দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ, এরপর তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গুলি সহ আগ্নেয়াস্ত্র। আজ ধৃতদের আদালতে পেশ করে পুলিশ হেফাজতের নিয়ে তাদের কাছে জানতে চায়বে এত আগ্নেয় অস্ত্র কোথায় পেলে। যদিও কয়েক দিন আগে চাপড়ার কুখ্যাত দুষ্কৃতী হাত কাটা মাসুদ মণ্ডল সহ তার গ্যাংকে গ্রেপ্তার করে তাদের কাছে উদ্ধার হয় ২ টি বন্ধুক, ৮ রাউন্ড গুলি ও ১৬ টি তাজা সুতিলি বোমা। আবারো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের সাথে যোগ সুত্র আছে কি তার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
দুটি আগ্নেয়াস্ত্র সহ কুড়ি রাউন্ড গুলি উদ্ধার দুষ্কৃতীদের কাছ থেকে, ধৃতদের আজ তোলা হয় আদালতে।

Leave a Reply