চাকদা ঘুগিয়ায় অগ্নিকাণ্ডের জেরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  চাকদা ১৩ নং ওয়ার্ড ঘুগিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক স্বপন গুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য আজ সকাল ন’টা নাগাদ এলাকায় রঞ্জিত বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়। যার ফলে বাড়ির আসবাবপত্র ভস্মিভূত হয়ে গেছে বলে জানা গেছে। বাসিন্দাদের অভিযোগ দমকলকে খবর দেওয়া হলে তারা অত্যন্ত দেরিতে পৌঁছায় কারণ রাস্তা খারাপ থাকায় তাদের ঘুরে আসতে হয়েছে বাসিন্দাদের আরো অভিযোগ উঠে বিগত বেশ কয়েক বছর যাবত এলাকার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে আছে বারংবার প্রশাসনকে জানানো হলেও তারা এই সমস্যার কোন সুরাহা করেনি। এমনকি 13 নং ওয়ার্ডের কাউন্সিলরকেও পর্যন্ত দেখতে পাওয়া যায় না। পরিস্থিতি সামাল দিতে এরপর ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ প্রশাসন এবং 13 নং ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক স্বপন গুপ্ত পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। ঘটনায় কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *