পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ– পাঁশকুড়া ব্লকের অন্তর্গত পিতপুরে মাদক পাচার করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক মহিলা,
সূত্রের খবর, এলাকাবাসীদের অভিযোগ
দীর্ঘদিন ধরে । পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের ঢিল ছোড়া দূরত্বে পিতপুরে
এক ব্যক্তির বাড়িতে মাদক কারবার চলত, সোমবার দুপুরে । বাইরের এক মহিলাকে ওই এলাকায় । ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হওয়ায় আটক করে এলাকাবাসী, এলাকাবাসীরা আটক করে ওই মহিলাকে, ওই মহিলার কাছ থেকে বেশ কিছু নথি পাওয়া যায়, সেখান থেকে উঠে আসে নাম বিথি দাস, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা তে, এলাকাবাসীরা আটকে রাখে ওই মহিলাকে। পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পাঁশকুড়ার পিতপুরে মাদক পাচার করতে এসে হাতেনাতে ধরা পড়লো বেলদার এক মহিলা, আটকে রাখল গ্রামবাসীরা।

Leave a Reply