পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা। হোস্টেলে থাকাকালীন যেই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্র ছাত্রীদের যাতে শীঘ্র সমাধান হয় তার দাবিতে মূলত বিক্ষোভ বলে জানা যায় বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। এদিন বিভিন্ন সমস্যার কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় ছাত্রছাত্রীরা। সমস্তগুলির মধ্যে অন্যতম ছিল নিকাশি ব্যবস্থা একেবারেই নেই হোস্টেলে। বাথরুমের অবস্থা শোচনীয়, এক একটা ফ্লোরে ৩২ জন করে মহিলা ছাত্রী থাকে, বাথরুম নিয়ে দৈনন্দিন নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। রাত্রে কেউ অসুস্থ হলে হাসপাতালে যাওয়ার মত কোনো পরিকাঠামো নেই বলেও অভিযোগ। এমনকি কোন কারনে কর্তৃপক্ষকে ফোন করলে ফোনও ধরে না বলে জানান বিক্ষুব্ধ এক ছাত্রী।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমরজিত ঘোষ জানান, ” আমাদের হোস্টেল গুলোর পরিকাঠামো খুবই খারাপ, যে কোন ছাত্র যেকোনো দিন কোন দুর্ঘটনার মধ্যে পড়তে পারে, কর্তৃপক্ষকে বারবার জানিয়ে কোনো সুরাহা পাইনি। হোস্টেলে রান্নার স্টাফ রীতিমতো আসে না। মাত্র দুইজন স্টাফ খাবার বিলি করে আর যেটা একটা বড়ো হোস্টেলে শোভা পায়না। খাওয়া-দাওয়ার খুব অসুবিধা হয়। হোস্টেলে নতুন একোয়া গার্ড কিছুদিন আগে দেওয়া হলো, এক সপ্তাহ গেল না সেগুলি খারাপ হয়ে গেল। পরিশ্রুত পানীয় জল না পেলে আমরা হয়তো অসুস্থ হয়ে পড়বো কোন এক সময়”।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীরা।

Leave a Reply