মাত্র দুদিনের জ্বরে মৃত্যু হল এক মহিলার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  মাত্র দুদিনের জ্বরে মৃত্যু হল এক মহিলার। প্রতিবেশীদের দাবি ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই মহিলার। যদিও জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে, এমনটাই দাবি হাসপাতালে সুপারের। জানা যায় মৃত মহিলার নাম মৌসুমী সরকার বয়স আনুমানিক ৪৫ বছর। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় ওই মহিলার বিবাহ হয় নদীয়ার চাকদহ এলাকায়। বাবার বাড়ি শান্তিপুর রামকৃষ্ণ কলোনির রামনাথ তর্করত্ন রোড এলাকায়। জানা যায় গত দুদিন আগে জ্বর নিয়ে বাবার বাড়িতে আসে ওই মহিলা, এরপর শান্তিপুর হাসপাতালে ভর্তি হয়। গতকাল রাতে অবস্থার অবনতি হলে ওই মহিলাকে অন্যত্র স্থানান্তর করে চিকিৎসকেরা। যদিও রাস্তাতেই মৃত্যু হয় মহিলার। আজ সকালে মৃতদেহটি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় নদীয়ার চাক দহের মহিলার শ্বশুরবাড়িতে। তবে এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে মৃত মহিলার বাবার বাড়ি এলাকার প্রতিবেশীদের মধ্যে। স্থানীয়দের দাবি, মাত্র দুদিনের জ্বরে কি করে একজন মহিলার মৃত্যু হয়, ওই মহিলা অবশ্যই ডেঙ্গি আক্রান্ত হয়েছিল, আর তার কারণেই মৃত্যু হয় তার। কিন্তু ডেঙ্গি আক্রান্ত নিয়ে মৃত্যুর কথা অস্বীকার করে শান্তিপুর হাসপাতালে সুপার তারক বর্মন বলেন, জ্বর ও মানসিক দুর্বলতার কারণে হয়তো এই ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ডেঙ্গি সংক্রমনের কোন প্রমাণ পাইনি। যদিও জ্বর হলেও ওই মহিলার ডেঙ্গি আক্রান্তের পরীক্ষা করা হয়নি জানা গেছে হাসপাতাল সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *