জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ টানা ১১ দিন সুখানী প্রজেক্ট চা বাগানের কাজ বন্ধ রেখেছিলেন বাগানের মালিকপক্ষ।। গতকাল দীর্ঘ সময় আলোচনার পর জলপাইগুড়ি জেলা শ্রম দপ্তরের হস্তক্ষেপে আজ সকাল থেকে বাগানের কাজ স্বাভাবিক হলো।। গতকালের আলোচনার মাধ্যমে যে সমস্ত বিষয় লিপিবদ্ধ হয়েছিলো সেই সম্পর্কে বাগানে B এবং D দুইটি ডিভিশনের শ্রমিকদের আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়া হলো।। আগামী এক মাস পরের মিটিং আমাদের যে সকল দাবী আছে লিপিবদ্ধ করতে বলা হলো ইউনিট কমিটির নেতৃত্বদের।। আমরা সকলেই আশাবাদী আগামী দিনে বাগানের কাজ স্বাভাবিক ভাবেই চলবে এবং শ্রমিকদের যুক্ত সম্মত দাবী গুলো মালিকপক্ষ মেনে নিবেন।।মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।। TCBSU / INTTUC জিন্দাবাদ।।
টানা ১১ দিন সুখানী প্রজেক্ট চা বাগানের কাজ বন্ধ থাকার পর আজ সকাল থেকে বাগানের কাজ স্বাভাবিক হলো।।

Leave a Reply