চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনায় উত্তপ্ত সরকারী হাসপাতাল, আঙুল কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে গোটা হাসপাতাল ঘুরলো মৃতের বোন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার কৃষ্ণনগর জেলা শক্তিনগর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে রোগীর পরিবার হাসপাতালে ভেতরে নিজের হাত কেটে রক্ত দিয়ে আমার দিদি কে মেরে ফেলেছে ডাক্তার এমনি রক্ত দিয়ে হাত কেটে কাগজে ব্যানার লিখে গোটা হাসপাতালে ঘুরলেন রোগীর পরিবার তথা মৃতের বোন। জানা যায় মৃতের নাম পূজা সরকার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর, বাড়ি কৃষ্ণনগর হাতারপাড়া এলাকায়। অভিযোগ গতকালকে পেটে ব্যাথা নিয়ে ভর্তি করলেও ঠিকমতো চিকিৎসা হয়নি, পরিস্থিতি অবনতি হলে পরে কর্তব্যরত নাসরা ইনজেকশন দেয়। তারপরেই রোগী মারা যায় বলে অভিযোগ পরিবারের। পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে হাসপাতালে একটি লিখিত অভিযোগ করেন, এছাড়াও একটি থানায় অভিযোগ করেন। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন মৃতের পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *