নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২০১৪ সালের ভারত সরকার দ্বারা প্রচলিত একটি জাতীয় প্রকল্প স্বচ্ছ ভারত। এর মাধ্যমে দেশের ৪০৪১টি শহরের সড়ক ও পরিকাঠামো পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছিলো। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই কর্মসূচির লক্ষ্য।
সেই ধারাবাহিকতা আজও অব্যাহত। আগামীকাল ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস। তারই প্রাক্কালে কেন্দ্রীয় সরকার আজকের দিনটি বিশেষ সাফাই দিন হিসেবে সকল স্তরের শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের সকাল দশটা থেকে এগারোটা এই এক ঘন্টা স্বেচ্ছায় শ্রম দেওয়ার অনুরোধ জানান। বিভিন্ন জনবহুল এলাকায় সাংসদ বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন ধরনের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
নদীয়ার রানাঘাটে, বিধায়ক পার্থসারথি চ্যাটার্জী রানাঘাট ৭নম্বর ওয়ার্ডে রাস্তা এবং তার পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার করেন।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবসের প্রাক্কালে, সারা দেশ জুড়ে চলছে স্বচ্ছ ভারত গড়ে তোলার প্রচেষ্টা।

Leave a Reply