বিভিন্ন রেলওয়ে স্টেশন এসে সংসদ জগন্নাথ সরকার রানাঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় নিজে হাত লাগান সাফাই কর্মীদের সাথে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২০১৪ সালের ভারত সরকার দ্বারা প্রচলিত একটি জাতীয় প্রকল্প স্বচ্ছ ভারত। এর মাধ্যমে দেশের ৪০৪১টি শহরের সড়ক ও পরিকাঠামো পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা ।২০১৪ খ্রিষ্টাব্দের ২রা অক্টোবর নূতন দিল্লির রাজঘাট সমাধি পরিসরে নতুন প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রাস্তা পরিষ্কার করেন। আগামীকাল ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবস। তারই প্রাক্কালে কেন্দ্রীয় সরকার আজকের দিনটি বিশেষ সাফাই দিন হিসাবে সকাল দশটা থেকে এগারোটা এই এক ঘন্টা স্বেচ্ছায় শ্রম দেওয়া হয় তাতেই সাড়া দিয়ে বিভিন্ন রেলওয়ে স্টেশন এসে সংসদ জগন্নাথ সরকার রানাঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় নিজে হাত লাগান সাফাই কর্মীদের সাথে। তিনি বলেন একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির জন্ম দিবস উপলক্ষে চলছে সেবা সপ্তাহ তেমনই, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন ছিল গত ২৫ শে সেপ্টেম্বর। তাই এই শুভক্ষণে সকলের সমবেত প্রচেষ্টায় ভারত হয়ে উঠবে স্বচ্ছ। তবে শুধু ময়লা আবর্জনা পরিষ্কারই নয়, তিনি রাজনৈতিক সামাজিক এবং মনের স্বচ্ছতাও কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *