হাসপাতালে চিকিৎসকের ভূমিকায় সিভিক ভলেন্টিয়ার, ভিডিও ভাইরাল,চারিদিকে নিন্দার ঝড়।

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ- সিভিক পুলিশ হাসপাতাল পাহারা দেবে এটাই স্বাভাবিক। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দেখা গেল ভিন্ন চিত্র। দেখা যায় পাহারা রতো দুজন সিভিক ভলেন্টিয়ার এক মুমূর্ষ রোগীর চিকিৎসা করছে। প্রশ্ন উঠছে যাদের কাজ হাসপাতাল চত্বর নিরাপত্তা দেওয়া। তারা কি করে একজন মুমূর্ষ রোগীর প্রেসার মাপতে পারে বা কি করে ব্যান্ডেজ বাঁধতে পারে? এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নেট দুনিয়ায় নিন্দার ঝড় তুলেছে।যদিও হাসপাতালের এরকম ভিডিও দেখে নেটিজ্যানরা কটাক্ষ করতে ছাড়েননি। যদিও ভাইরাল হওয়া ভিডিও দেখে, ভিডিও-র সত্যতা যাচাই করে নিয়ে সত্যতা স্বীকার করে নিয়েছেন কুশমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস।

এ প্রসঙ্গে কুশমন্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস কে প্রশ্ন করা হলে তিনি জানান, অতি উৎসাহবশত ওই দুইজন সিভিক ভলেন্টিয়ার এই কাজটি করেছে।এই কাজটি মোটেও সমর্থনযোগ্য নয় এবং তাদের কাজও নয় এটি। ওইদিনের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের এ বিষয়ে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে। তিনি আরোও জানান, এই বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

*এ প্রসঙ্গে এক রোগীর আত্মীয় ভাস্কর রায় জানান, এই বিষয়টির তিনি তীব্র নিন্দা জানিয়েছেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে কাঠগোড়ায় তুলেছেন।পুনরায় যেন এরকম ঘটনা না ঘটে, তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *