নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- প্রকাশ্যে দিনের আলোয় গাছ কেটে পাচার হয়ে গেল বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর অঞ্চল চাদরা এলাকায় জানালো না কেই সাফাই শাসকদলের নেতাদের।
পঞ্চায়েতের বিনা টেন্ডারে গাছ কেটে পাচার হয়ে গেল জানলো না ময়নাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তাহলে জানে কে?
দিনের পর দিন এভাবেই একের পর এক গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে প্রসাশনের নাকের ডগা দিয়ে, লরি লরি কাট এভাবেই পাচার হচ্ছে দিনের পর দিন কার মদতে হচ্ছে চুরি, কে চুরি করছে জানে না কেউই। তবে এলাকার মানুষ সরাসরি
আঙুল তুললেন শাসকদলের নেতাদের বিরুদ্ধে, শাসক দল তৃণমূলের নেতাদের মদত না থাকলে কেউই গাছ কাটতে পারত না এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।
দিনের আলোয় পঞ্চায়েতের গাছ কেটে পাচার হয়ে যাচ্ছে জানেনা পঞ্চায়েত তাহলে জানে কে? তবে এলাকার মানুষের বাধা পেয়ে গাছ নিয়ে চম্পট দেয় গাছ মাফিয়া দুষ্কৃতীরা।
এলাকার মানুষ গাছ কাটার খবর পেয়ে বাধা দেয় এবং খবর দেয় স্থানীয় ফরেস্ট প্রশাসনকে তারা গাছ কাটার অভিযোগে ছুটে যান এলাকায় ।
গিয়ে দেখেন গাছের ডাল পড়ে রয়েছে আবার অন্য গাছ হাপ কাটা অবস্থায় রয়ে গেছে।
গাছ নেই তবে গাছ নিয়ে চলে গেলেও তদন্ত করে কি বার করতে পারলো ফরেস্ট নাকি তদন্ত করতে বাধা প্রাপ্ত হতে হয়েছে শাসকদলের নেতাদের কাছে।।
দিনের আলোয় পঞ্চায়েতের গাছ কেটে পাচার, জানেনা প্রসাশন, তাহলে জানে কে?

Leave a Reply